ডিজিটাল প্রিন্টিং (Digital Printing) কি?

digital-print-in-apian-printing

ডিজিটাল প্রিন্টিং (Digital Printing) কি?

ডিজিটাল প্রিন্টিং হল এমন একটা আধুনিক প্রিন্টিং পদ্ধতি যেখানে কম্পিউটার বা অন্য যেকোন ডিজিটাল স্টোরেজ ডিভাইস থেকে একটি ডিজিটাল বা ইলেকট্রনিক ফাইলকে প্রিন্টিং কমান্ড দিয়ে প্রিন্টার মেশিনের মাধ্যমে প্রিন্ট করা হয়। অফসেট প্রিন্টিং এ প্রিন্ট করার জন্য কম্পিউটারের ডিজাইনটি আগে প্লেইট আকারে বানানো হয়। তারপর প্লেটটি থেকে প্রিন্টিং মেশিনের মাধ্যমে প্রিন্ট করা হয়।

ডিজিটাল প্রিন্টিং এর খরচ লিথোগ্রাফিক প্রিন্টিং এর তুলনায় অনেক কম হওয়ায় ডিজিটাল প্রিন্টিং এর চাহিদা মার্কেটে দিন দিন বাড়ছে।

ডিজিটাল প্রিন্টিং এ একটি রেস্টার ইমেজ কম্পিউটারের গ্রাফিক সফটওয়্যার থেকে সরাসরি প্রিন্টারে পাঠানো হয়। প্রিন্টারের টোনার প্রিন্টিং মিডিয়ার উপড় কালির একটি লেয়ার ফেলে যা উত্তপ্ত করণ বা ইউভি পদ্ধতিতে দ্রুত শুকানোর ব্যবস্থা করা হয়। ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তির মূল উপকারটা হল প্লেট কে ছাপা প্রকৃয়া থেকে বিলুপ্ত করণের মাধ্যমে ছাপার সময়, খরচ ও মানুষের কষ্টকে কমিয়ে আনা।

আইডি কার্ড প্রিন্টিং, টি শার্ট প্রিন্টিং, মোবাইল ব্যাক কাভার প্রিন্টিং, পেনড্রাইভ প্রিন্টিং, কলম প্রিন্টিং এ সাধারণত ডিজিটাল ইউভি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে।

ডিজিটাল প্রিন্টিং এর অনেক ইতিবাচক দিক রয়েছে। ডিজিটাল প্রিন্টিং এর খরচ অফসেট প্রিন্টিং থেকে কম হয়। কারণ প্রিন্টিং এর সময় অনেক কম লাগে। প্রসেসটা অনেক সহজ। আপনার অফিসের প্রিন্টারটি ডিজিটাল প্রিন্টারের একটি সহজ উদাহরণ।

২০১৮ সালের গবেষণা অনুযায়ী গ্লোবাল ডিজিটাল প্রিন্টিং মার্কেট হল ২১.৩৫ বিলিয়ন ডলারের, যেটি ২০২৬ সালে হবে ৩৩.৪৯ বিলিয়ন ডলার। এই প্রবৃদ্ধির হার ৫.৭৬ শতাংশ।

ডিজিটাল প্রিন্টিং এরই একটি ধরণ ইউভি প্রিন্টিং। ইউভি প্রিন্টিং সম্পর্কে জানতে ক্লিক করুন: ইউভি প্রিন্টিং কি এই লিংকটিতে।

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop